আমি একা বড় একা – Aami Eka Boro Eka | Key Lyrics

আমি একা বড় একা
Aami Eka Boro Eka
ছায়াছবি: জজ সাহেব(১৯৮৯)
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: অজয় দাস
শিল্পী: অমিত কুমার


[আমি একা বড় একা
আমার আপন কেউ নেই]-২
আশা নেই আলো নেই
শুধু যে আঘাত সবেতেই
আমার আপন কেউ নেই
আমি একা বড় একা
আমার আপন কেউ নেই।

[ও বিধাতা কি যে চাও
কেন এ ব্যথা দিয়ে যাও]-২
জানিনা কী অপরাধে
দিলে তুমি অকরুণ সাজা এই;
আশা নেই আলো নেই
শুধু যে আঘাত সবেতেই
আমার আপন কেউ নেই
আমি একা বড় একা
আমার আপন কেউ নেই।

[জীবনের যত ছিল গান
অকালে তা হল অবসান]-২
রেশটুকু তাও তো গেল
ভাঙা এই হৃদয়ের ছোঁয়াতে;
আশা নেই আলো নেই
শুধু যে আঘাত সবেতেই
আমার আপন কেউ নেই
[আমি একা বড় একা
আমার আপন কেউ নেই]-২



Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *