আমি আর আগের মত সেরাম নেই – Ami ar ager moto seram nei (গুরুপদ গুপ্ত)

 

আমি আর আগের মত সেরাম নেই

Ami ar ager moto seram nei

কথা ও সুর: গুরুপদ গুপ্ত

যশোর ও খুলনার আঞ্চলিক গান।

 

আমি আর আগের মত সেরাম নেই

আমার ব্যাঙ দেকলি তাই ভয় অরে উঠে

মোটে বারইনে ঘরেত্তেই

আমি আর আগের মতন সেরাম নেই

(কত গরু বসায় থুইছি মাত্তর এক দাবড়ি দিয়েই

আমি আর আগের মতন সেরাম নেই

ওইযে বিলির আড়ে ভয় পাইলো

একদিন ভেংচি দিইলাম যেই)

আমি আর আগের মত সেরাম নেই।।

 

মুহির দাঁত হলহলাচ্ছে

কতামতা সব আড়ায় যাচ্ছে

হাটতি গেলি ঠ্যাংয়ে কচ্ছে

অল্প ইট্টু জিড়েই নই

গার চামড়া হইছে ঢিল

কারুর সাথে খাচ্ছে না মিল

আমি হইছি ঠিক কাউয়ো চিল

এক পয়সাও দাম নেই

আমি আর আগের মত সেরাম নেই।।

আগে যন্ত্রর নিয়ে নাফায় বেড়াতাম

গিরাম দিয়ে সে গিরাম দিয়েই

আমি আর আগের মত সেরাম নেই।।

 

বাজে গেছে চহির বারো

নজ্জার কতা কব না কারো

সহালে কী খাই মনে নাই আমারো

কানতো গেছে কবেত্তেই।

নাহে পাইনে কোনো গোন্ধ

সব গিলে খাই ভালো মন্দ

মনে আর নেই আগের আনন্দ

আমি অচল হইছি যেই।

আমি আর আগের মত সেরাম নেই।।

 

আমি যা যা এইরে বেড়াইছি

শেষ কালে ঠিক তাই পাতিছি

কেন ঐসব এইত্তি গিছি

এহনে সব বুঝতিছি তাই

গাছে যদি ফল নাও হয়রে

কর্মের ফল অবশ্য ধরে

যাও সগলে কর্ম করে

দেশ ও দশের মঙ্গলেই।

আমি আর আগের মত সেরাম নেই।।

 

আমি আর আগের মত সেরাম নেই

আমার ব্যাঙ দেকলি তাই ভয় অরে উঠে

মোটে বারইনে ঘরেত্তেই

আমি আর আগের মতন সেরাম নেই

(কত গরু বসায় থুইছি মাত্তর এক দাবড়ি দিয়েই

আমি আর আগের মতন সেরাম নেই

ওইযে বিলির আড়ে জ্বর হইলো

ওরে ভয় দেহাইলাম একবার যেই।)

আমি আর আগের মত সেরাম নেই।।




 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *