আমার হরিকে যে ভালবাসে তার মত আর বান্ধব নাই | Amar Horike Je Bhalobase Tar Moto Ar Bandhob Nai | Lyrics

আমার হরিকে যে ভালবাসে তার মত আর বান্ধব নাই
Amar Horike Je Bhalobase Tar Moto Ar Bandhob Nai
কথা ও সুর-রাধাবল্লভ সরকার
শিল্পী-শেফালী বিশ্বাস

আমার হরিকে যে ভালবাসে তার মত আর বান্ধব নাই

আমার হরিকে যে ভালবাসে
তার মত আর বান্ধব নাই
আমার হরিকে যে ভালবাসে
আমার হরিকে যে ভালবাসে
তার মত আর বান্ধব নাই
আমার হরিকে যে ভালবাসে।
আমার মনে বলে তাঁকে পেলে
মনে বলে আমার মনে বলে
তাঁকে পেলে নয়ন জলে
তাঁর চরণ ধোয়াই
আমার হরিকে যে ভালবাসে।
হরি নামে যে উদাসী,
আমার মনে বলে হই তার দাসী।।
আমি আবার যদি
এই ভবে আসি,
আবার যদি,আমি আবার যদি
এই ভবে আসি ;
হরি ভক্তের সঙ্গ পাই
আমার হরিকে যে ভালবাসে
তার মত আর বান্ধব নাই
আমার হরিকে যে ভালবাসে।
জন্মি যদি পশুকুলে,
যেন হরি ভক্তের সঙ্গ মেলে।।
আমার ইহকাল আর পরকালে
ইহকাল আর পরকালে
হরি ভক্তের পরশ পাই
আমার হরিকে যে ভালবাসে
তার মত আর বান্ধব নাই
আমার হরিকে যে ভালবাসে।
শুনতে শুনতে হরি কথা
বাহির হয় যেন পঞ্চ আত্মা
শুনতে শুনতে মধুর হরি কথা
বাহির হয় যেন পঞ্চ আত্মা
যেদিন হবে আমার শেষের যাত্রা
যেদিন হবে যেদিন হবে
আমার শেষের যাত্রা
শ্রীহরির যেন চরণ পাই
আমার হরিকে যে ভালবাসে
তার মত আর বান্ধব নাই
আমার হরিকে যে ভালবাসে।
আমার মনে বলে তাঁকে পেলে
মনে বলে আমার মনে বলে
তাঁকে পেলে নয়ন জলে
তাঁর চরণ ধোয়াই
আমার হরিকে যে ভালবাসে
তার মত আর বান্ধব নাই
আমার হরিকে যে ভালবাসে।
আমার হরিকে যে ভালবাসে তার মত আর বান্ধব নাই | Amar Horike Je Bhalobase Tar Moto Ar Bandhob Nai | Lyrics

 

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *