আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী | Amar Swapno Tumi Ogo Chirodiner Sathi | আনন্দ আশ্রম

আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী
ছায়াছবি: আনন্দ আশ্রম (১৯৭৭)
কথা: গৌরীপ্রসন্ন মজুমদার
সঙ্গীত: শ্যামল মিত্র
শিল্পী: কিশোর কুমার,আশা ভোঁসলে
[আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী]-২
তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি
আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী।
আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি
স্নিগ্ধ মেঘের মায়া।
তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী
বলো আমার চেয়ে।
আমি তোমার ছায়া
তোমার আকাশ নীলে আমি
স্নিগ্ধ মেঘের মায়া।
তোমায় কাছে পেয়ে
পৃথিবীতে কে আর সুখী
বলো আমার চেয়ে।
তোমায় কাছে পেয়ে
হাতের আড়াল দিয়ে বাঁচাও
ঝড়ের মুখে বাতি।
আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী।
[তুমি ছেড়োনা হাত পথে
যদি আঁধার আসেই নেমে
গ্রহণ যত করো আমায়
ততই বাঁধো প্রেমে]-২
পাশেই আমার থাকো
জীবনটাকে শান্তি দিয়ে
সবুজ করে রাখো
পাশেই আমার থাকো
তোমার পূজার দুঃখ সুখের
প্রেমের মালা গাঁথি।
আমার স্বপ্ন তুমি
ওগো চিরদিনের সাথী
তুমি সূর্য ওঠা ভোর আমার
আর তারায় ভরা রাতি
উ উ উ উ উ উ উ

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *