আমার যমুনার জল লিরিক্স | Amar Jomunar Jol Lyrics

আমার যমুনার জল লিরিক্স
Amar Jomunar Jol Lyrics
[বাংলা একাডেমী অভিধান মতে–
চান- স্নান
গডা- পায়ের গোড়ালী
হাঢু- হাঁটু
উরত- উরু
ফেড- পেট ]
হুমায়ুন আহমেদের ‘ঘেটুপুত্র কমলা’ চলচ্চিত্র থেকে সংগৃহীত।
আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে………
গডা পানিতে নাইম্যা কন্যা গডা মাঞ্জন করে,
হাঢু পানিতে নাইম্যা কন্যা হাঢু মাঞ্জন করে।
উরত পানিতে নাইম্যা কন্যা উরত মাঞ্জন করে,
কোমর পানিতে নাইম্যা কন্যা কোমর মাঞ্জন করে।
ফেড পানিতে নাইম্যা কন্যা ফেড মাঞ্জন করে,
বুক পানিতে নাইম্যা কন্যা বুক মাঞ্জন করে।
গোসল বড় কইরা সখি মুখে দিছে পান,
ঘর থাইকা বাহির হইল আসমানের ও চান।
আমার যমুনার জল দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *