আমার মল্লিকা বনে | Amar Mallika Bone | Rabindra Sangeet

আমার মল্লিকা বনে
Amar Mallika Bone
Rabindra Sangeet

আমার মল্লিকা বনে

আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি
তোমার লাগিয়া তখনি, বন্ধু, বেঁধেছিনু অঞ্জলি।।
তখনো কুহেলী জালে
সখা, তরুণী উষার ভালে
শিশিরে শিশিরে অরুণমালিকা উঠিতেছে ছলোছলি।।
এখনো বনের গান, বন্ধু হয় নি তো অবসান
তবু এখনি যাবে কি চলি।
ও মোর করুণ বল্লিকা
ও তোর শ্রান্ত মল্লিকা
ঝরো-ঝরো হল,
এই বেলা তোর শেষ কথা দিস বলি।।
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *