আমার মন যদি বুঝিত
Amar Mon Jodi Bujhito
ফকির লালন শাহ্
আমার মন যদি বুঝিত,
লোভের দেশ ছাড়িত,
লয়ে যেত আমায় বিরজা পারে।
কারে দিব দোষ নাহি পরের দোষ
আপন মনের দোষে আমি পড়লাম রে ফ্যরে।।
মনের গুণে কেহ হল মহাজন,
বেপার করে পেল অমূল্য রতন,
আমারে ডুবালি ওরে অবোধ মন,
পারের সম্বল কিছুই রাখলিনা রে।।
অন্তিম কালের কালে কি না জানি হয়,
একদিন ভাবলে না অবোধ মনুরায়,
ভেবেছ দিন এমনি বুঝি যায়,
জানা যাবে যেদিন শমনে ধরে।।
কামে চিত্তহত মন রে আমার,
সুধা ত্যেজে গরল খায় সে বেশুমার,
সিরাজ সাঁই কয় লালন তোমার,
ভগ্নদশা বুঝি ঘটে আখেরে।।