আমার মন মজাইয়ারে
Amar Mon Mojayare
শিরোনামঃ আমার মন মজাইয়ারে
Amar Mon Mojayare
শিল্পীঃ কায়া
অ্যালবামঃ মায়া
সুরকারঃ হাবিব
গীতিকারঃ শাহ আব্দুল করিম
আমার মন মজাইয়ারে
ও মুর্শিদ ওওওওওওওওওও
আমার মন মজাইয়ারে দিল মজাইয়া
মুর্শিদ নিজের দেশে যাও ,
আমার মন মজাইয়ারে দিল মজাইয়া
মুর্শিদ নিজের দেশে যাও।।
ও মুর্শিদ ওওওওওওওওওওও
একে আমার ভাঙা ঘর তার উপরে লরে চর,
কখন জানি এই ঘর ভাইঙ্গা পরে রে,
আবের নেওয়ারী রে
কাচা বাশের বেড়া রে
বাজার লুটিয়া নিল চুড়ায় রে,
আমার মন মজাইয়ারে দিল মজাইয়া
মুর্শিদ নিজের দেশে যাও।।
ও মুর্শিদ ওওওওওওওওওও
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে,
কইয়ো দয়ালের টাই এ তরীর ভররসা নাই,
লাহুর দড়িয়া দিতে পারি রে।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও,
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যাও।।
Amar Mon Mojayare
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও
ও মুরশিদ ও
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা
পরে রে
আবের নেওয়ারী রে
কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিল
চুড়ায় রে
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও
ও মুরশিদ ও
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে
কইয়ো দয়ালের ঠাই
এ তরীর ভরসা নাই
লাহুর দড়িয়া দিতে পারি রে।।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ্
নিজের দেশে যাও ।।
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও
ও মুরশিদ ও
একে আমার ভাঙা ঘর
তার উপরে লরে চর
কখন জানি এই ঘর ভাইঙ্গা
পরে রে
আবের নেওয়ারী রে
কাঁচা বাঁশের বেড়া রে
বাজার লুটিয়া নিল
চুড়ায় রে
আমার মন মজাইয়ারে
দিল মজাইয়া মুরশিদ
নিজের দেশে যাও
ও মুরশিদ ও
একে আমার ভাঙা নাও
তার উপরে তুফান বাও
পলকে পলকে উঠে পানিরে
কইয়ো দয়ালের ঠাই
এ তরীর ভরসা নাই
লাহুর দড়িয়া দিতে পারি রে।।
আমার মন মজাইয়া রে
দিল মজাইয়া মুর্শিদ্
নিজের দেশে যাও ।।