আমার মতো এত সুখী
Aamar Moto Eto Sukhi
ছায়াছবি: বাবা কেন চাকর
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সঙ্গীত: আলাউদ্দিন আলী
শিল্পী: খালিদ হাসান মিলু
Aamar Moto Eto Sukhi
ছায়াছবি: বাবা কেন চাকর
কথা: মোহাম্মদ রফিকউজ্জামান
সঙ্গীত: আলাউদ্দিন আলী
শিল্পী: খালিদ হাসান মিলু
আমার মতো এত সুখী
নয়তো কারো জীবন
কী আদর স্নেহ ভালবাসায়
জড়ানো মায়ার বাঁধন
জানি এ বাঁধন ছিড়ে গেলে কভু
আসবে আমার মরণ;
আমার মতো এত সুখী
নয় তো কারো জীবন।।
বুকে ধরে যত ফুল ফোটালাম,
সে ফুলের কাঁটা ছাড়া কী পেলাম,
ভাগ্যের পরিহাস এরই নাম।।
কেন নিয়তির কাছে বারে বারে
হেরে যায় মানুষ এমন।
আমার মতো এত সুখী
নয় তো কারো জীবন
নয় তো কারো জীবন।
চারিদিকে নিরাশার বালুচর,
কী আশায় বেঁধেছি এই খেলাঘর,
স্বপ্ন ভেঙ্গে দিতে এলো ঝড়।।
কেন মমতার টানে কেঁদে মরে
বেদনার কথা এখন।
আমার মতো এত সুখী
নয় তো কারো জীবন
কী আদর স্নেহ ভালবাসায়!
জড়ানো মায়ার বাঁধন।।