আমার বাউল মনের একতারাটা | Amar Baul Moner Ektarata | মোঃ রফিকুল আলম ও শাম্মী আক্তার

আমার বাউল মনের একতারাটা Amar Baul Moner Ektarata কথা: মোহাম্মদ রফিকউজ্জামান সুর: খন্দকার নুরুল আলম শিল্পী: মোঃ রফিকুল আলম ও শাম্মী আক্তার



[আমার বাউল মনের একতারাটা]-২
হাজার নদী বাংলাদেশে
সুরের খেয়ায় ভেসে ভসে
দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে
দেখে কতই জোয়ার ভাটা]-২
[নকশিকাঁথার নকশি তোলা হাতে
কাঁকনে সুর বাজে আমার
একতারারই সাথে]-২
[সেই রূপসী অঙ্গ যেন]-২
ভরা নদীর মতই ভরা কাঁচা হলুদ বাটা
দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে
দেখে কতই জোয়ার ভাটা
আমার বাউল মনের একতারাটা।
[ছলকে উঠা রূপকুমারীর হাসি
বাতাসে তার খোঁজে দোসর
রাখালিয়া বাঁশি]-২
[সেই বাঁশি আর মিষ্টি হাসি]-২
সারাজনম বুকে আমার
সুখ নামেরই কাঁটা
দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে
দেখে কতই জোয়ার ভাটা
আমার বাউল মনের একতারাটা
হাজার নদী বাংলাদেশে
সুরের খেয়ায় ভেসে ভসে
দুঃখ সুখের ঘাটে ঘাটে এসে
দেখে কতই জোয়ার ভাটা
[আমার বাউল মনের একতারাটা]-৪

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *