আমার প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে গো | Amar Pran Jay Bondhu Bihone Go | রাধারমণ দত্ত

আমার প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে গো
Amar Pran Jay Bondhu Bihone Go
কথা ও সুর:- রাধারমণ দত্ত
আমার প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে গো
প্রাণ বিন্দে আমার, প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে
বন্ধু হারা জিতে মরা, হইয়াছি পাগলের ধারা গো
আমি পাগল না হই পাগলিনির মতো গো।
প্রাণ বিন্দে আমার, প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে
একা ঘরে শুইয়া থাকি, শুইলে স্বপনে দেখি গো
আমি জাগিয়া না পাইলাম চিকন কালারে।
প্রাণ বিন্দে আমার, প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে
ভাইবে রাধারমণ বলে, প্রেমানলে অঙ্গ জ্বলে গো
আমি পিরিত করে হইলাম জিতে মরা।
প্রাণ বিন্দে আমার, প্রাণ যায় প্রাণ বন্ধু বিহনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *