আমার প্রাণ ভ্রমরা আয় গো হৃদ বাগানে আয়
Amar Pran Bhromora Ay Go Hrid Bagane Ay
রচয়িতা—————-
হযরত মাওলানা আবদুল হাদী কাঞ্চনপুরী মাইজভান্ডারী (রঃ)
আমার প্রাণ ভ্রমরা আয় গো হৃদ বাগানে আয়।
প্রেমাধিনীর হৃদ কমলে মধু ভেসে যায় গো।।
যতনে যৌবন কলি, তুষিতে রেখেছি তুলি।
বাহারে ফুটিল অলি, কোন বনে বেড়ায় গো।।
রুপে বালা ঝলমল, হৃদ কমল টলমল।
যৌবন সমীরে সদা, হেলায়ে দোলায় গো।।
প্রাণ হাদী গাউছে ধন, এসে কর মধু পান।
কমল মঞ্জুরি যেন টুঁটিয়ে না যায় গো।।