আমার দেহ রথে ঘুণ লেগেছে | Amar Deho Rathe Ghun Legeche

আমার দেহ রথে ঘুণ লেগেছে
Amar Deho Rathe Ghun Legeche
অ্যালবাম: হে জগন্নাথ
কথা ও সুর: বিশ্বজিৎ ঘোষ
কণ্ঠ: মনু দে
[(আমার) দেহ রথে ঘুন লেগেছে]-২
নিজেরই কারণ
বৃথা গেল সাধের এ জীবন
প্রভু,বৃথা গেল সাধের এ জীবন
[দেহ রথে ঘুন লেগেছে]-২
নিজেরই কারণ
বৃথা গেল সাধের এ জীবন
প্রভু,বৃথা গেল সাধের এ জীবন।
[ছয়রিপু যে ছয় দিকেতে
মারলো আমায় টান,
তাদের কথা শুনতে গিয়ে
গেল জীবনখান]-২
দেহরথে নাই ভগবান
কপালের লিখন
বৃথা গেল সাধের এ জীবন
প্রভু,বৃথা গেল সাধের এ জীবন।
[জীবনে যা ভুল করেছি
ক্ষমার যোগ্য নয়
চলার পথ হারিয়ে গেছে
ওগো দয়াময়]-২
[দেহরথের হও সারথি
ওগো অন্তর্যামী
তোমার আশায় আশে আমি
আছি দিবাযামী]-২
বিশ্বজিৎ কয় প্রভু তুমি
পতিতপাবন
বৃথা গেল সাধের এ জীবন
প্রভু,বৃথা গেল সাধের এ জীবন।
[দেহ রথে ঘুন লেগেছে]-২
নিজেরই কারণ
বৃথা গেল সাধের এ জীবন
[প্রভু,বৃথা গেল সাধের এ জীবন]-২

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *