আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে | Amar Gorur Garite Bou Sajiye | Song Lyrics

আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
Amar Gorur Garite Bou Sajiye
Singer: Andrew Kishore & Samina Chowdhury Lyricist & Music: Ahmed imtiaz Bulbul
আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে
ধুত্তুর ধুত্তুর ধুত্তুর ধু সানাই বাজিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
(যা যা…)
তোমার ভাঙা গাড়িতে আমি যাবো না
কারো ঘরের ঘরণী আমি হবো না
করবো না তো কোনো দিনও বিয়ে
এ হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আলতা দেবো তিকলি দেবো, দেবো সোনার চুড়ি
(না না না না না না…)
আরে, শহর থেকে আনবো কিনে বেনারসী শাড়ি
(আরে, না না না না না…)
গয়না-গাটি চাইনা আমি চাইনা শাড়ি চুড়ি
(হায় হায় হায় হায় হায়…)
সবই আমার বাপের বাড়ি আছে ভুরিভুরি
(আরে, হেই হেই হেই হেই হেই হেই…)
ভরবেনা মন কোনো কিছু দিয়ে
হে, যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে
আদর দেবো সোহাগ দেবো, দেবো ভালোবাসা
(না না না না না না…)
আরে, জীবন দিয়ে করবো পূরণ তোমার সকল আশা
(না না না না না না…)
দিন দুপুরে মনের ঘরে দিও নাকো হানা
(হায় হায় হায় হায় হায়…)
এই সব কথা শোনা পাপ গুরুজনের মানা
(আরে, হায় হায় হায় হায় হায়…)
এই, পায়ে ধরি চল বাড়ি নিয়ে
যাবো তোমায় শ্বশুর বাড়ি নিয়ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *