আমার কুড়ানো বকুল – Amar Kurano Bokul – বিজয় বিচ্ছেদ

আমার কুড়ানো বকুল
লাগলো না তোমার পূজায়
আমার তোলা ফুল ,আমার কুড়ানো বকুল |
আসি বলে বাজাও বাঁশি, বাঁশি হলো ফুল
নিরজনে বসি কান্দে পরান বুলবুল , আমার
কুড়ানো বকুল |
আসি বলে বাজাও বাঁশি, বন্ধু মানে না মনে,
ভুল হয়ে যায় কুলে থাকা, তাই আসি বনে |
আমার বুঝ মানে না এই পরানে,
তাইতে ছাড়ি কুল,
নিরজনে বসি কান্দে পরান বুলবুল |

গাঁথা মালা বুকে নিয়ে, বন্ধু ভাবি তোমার
কথা,
নিশি জেগে বসে থাকি নিয়ে গোপন ব্যথা,
আমার বৃথা হলো মালা গাঁথা, সব
হলো নির্মূল,
নিরজনে বসে কান্দে পরান বুলবুল , আমার
কুড়ানো বকুল |
আমারে কাঁদায়ে বন্ধু,তুমি থাক যদি সুখে,
নয়নজলে তোমার চরণ ধুয়ায় আমার বুকে,
বিজয় বলে মনের দুখে, ভাঙ্গলো যে দু কুল,
নিরজনে বসি কান্দে পরান বুলবুল , আমার
কুড়ানো বকুল |

কথা ও সুর: বিজয় সরকার

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *