আমার কাংখের কলসী গিয়াছে ভাসি | Amar Kangkher Kolosi Giyache Bhasi | Ukil Munsi

আমার কাংখের কলসী গিয়াছে ভাসি
Amar Kangkher Kolosi Giyache Bhasi
উকিল মুন্সী
আমার কাংখের কলসী গিয়াছে ভাসি
মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়ারে
মাঝিরে তোর নৌকার ঢেউলাগিয়া।।
ধীরে নৌকা বাইয়া যদি নদী হইতে পাড়
তবে কি ভাসিতো জলে কলসী আমার
আমার সহে না দেরী, আমি উপায় কি করি
গৃহে যাবার সময় গেল বইয়ারে।।
এবার যদি ঢেউ লাগিয়া কলসী হয়রে তল
মাঝিরে তোর দেশে যাওয়া হইবেরে বিফল।
কাঙাল উকিলে বলে কলেকৌশলে
নৌকা শুদ্ধ রাখিব বান্ধিয়ারে।।
আমার কাংখের কলসী গিয়াছে ভাসি  Amar Kangkher Kolosi Giyache Bhasi  Ukil Munsi

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *