আমার কষ্ট যায় না কাদলে | Amar Kosto Jay Na Kandlere | Song Lyrics

আমার কষ্ট যায় না কাদলে
Amar Kosto Jay Na Kandlere
– আব্দুর রহমান আকন

আমার কষ্ট যায় না কাদলে রে,.. 

আমার দুঃখ যায়না বললে রে… 

কার কাছে বােঝাবাে মনের ব্যাথারে….. 

আমি কার কাছে বােঝাবাে মনের ব্যাথারে।—(২)।

পড়াশুনা শেষ করিলাম, চাকরি আমার নাই, 

রে দয়াল চাকরি আমার নাই। 

নিয়তি আমায় এমন হবে আগে বুঝি নাই। 

চাকরির জন্য পড়ছি আমি, মরছি খেটে খেটে, 

আমি কার কাছে বােঝাবাে মনের ব্যাথারে।

বেকার হইয়া ঠেকছি আমি, ধরছে হিংসুকে,, 

রে দয়াল ধরছে হিংসুকে, 

কেউ হয় না দুঃখের সাথী, সবাই দেখে হাসে, 

লােকে আমায় দেয় লজ্জা,কথায় আঘাত করে, 

আমি কার কাছে বােঝাবাে মনের ব্যাথারে….

ও গাে আল্লাহ, দয়াল তুমি। 

আর দিওনা হেলা, এই যাতনা প্রাণে হয় না, 

কাটে আমার বেলা। 

আমি কুল হারা এক তরীর মাঝি, পড়ছি ঝড়ের কবলে, 

আমি কাছে বােঝাবাে মনের ব্যাথারে…..

রহমান বলে আমার তাে আসতে পারে সুদিন, 

দুঃখে কথাগুলাে আমি ভুলিবােনা সেদিন। 

এখন আমি বেকার বলে, সবাই বােঝা মনে করে, 

আমি কাছে বােঝাবাে আমার মনের ব্যাথারে….

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *