আমার এ জীবনে
Amar E Jibone
ছায়াছবি: রাজার রাজা (১৯৯৪)
কথা: শিবদাস বন্দ্যোপাধ্যায়
সুর: সুবীর করণজাই
[আমার এ জীবনে শুধু যে আঁধার হায়
আলোর আভাস কিছু রইলো না
ভালোবাসা বুঝি মোর সইলো না]-২
আমার এ জীবনে।
[আলেয়ারে ভুল করে আলো ভেবেছি
নিরাশার বুকে আমি বাসা বেঁধেছি]-২
ভুলের সাগরে একা খেয়া বেয়ে যাই
খেয়া-পালে হাওয়া তাই বইলো না
আমার এ জীবনে শুধু যে আঁধার হায়
আলোর আভাস কিছু রইলো না
ভালোবাসা বুঝি মোর সইলো না
আমার এ জীবনে।
[যতবার সাজালাম মনেরই বাসর
ততবার ভেঙে দিলো বৈশাখী ঝড়]-২
আশার-প্রদীপ নিভে কেন যেতে চায়?
বারেবারে জ্বালি তবু জ্বললো না
আমার এ জীবনে শুধু যে আঁধার হায়
আলোর আভাস কিছু রইলো না
ভালোবাসা বুঝি মোর সইলো না
আমার এ জীবনে।