আমার এই জীবন মরণ | Amar Ei Jibon Moron

আমার এই জীবন মরন
Amar Ei Jibon Moron
কথা-পুলক বন্দোপাধ্যায়
শিল্পী-বাপ্পী লাহিড়ি

আমার এই জীবন মরণ
শুধুই তোমার আর কারো নয়,
তুমি যে ভালোবাসায়-
ভরিয়ে দিলে আমার হৃদয়(২)
আমার এই জীবন মরণ
শুধুই তোমার আর কারো নয়।

তোমারি মনের কাছে
শিখে নিলাম আমি,
জগতে প্রেম যে হল
সবার চেয়ে দামী(২)
এতদিন যা পেয়েছি
আসল সে নয় নকল প্রণয়
তুমি যে ভালোবাসায়;
ভরিয়ে দিলে আমার হৃদয়
আমার এই জীবন মরণ
শুধুই তোমার আর কারো নয়।

কাগজের ফুলের বাগান
অনেক দূরে ফেলে,
তুমি যে সত্যি করে
গোলাপ হয়ে এলে(২)
গন্ধেই চিনিয়ে দিলে,
তোমার প্রানের সব পরিচয়
তুমি যে ভালোবাসায়-
ভরিয়ে দিলে আমার হৃদয়।
আমার এই জীবন মরণ
শুধুই তোমার আর কারো নয়
তুমি যে ভালোবাসায়-
ভরিয়ে দিলে আমার হৃদয়।
আমার এই জীবন মরণ
শুধুই তোমার আর কারো নয়।

Translation:

This life death of my
Is only for you none someone,
You have filled up my heart by love.

I have learnt to your mind,
Love is more valuable than all.
I have gotten that love till day
not real that,false love,
You have filled up my heart by love.

The flower’s garden of paper
parroted in far from,
You have come become real rose.
Your all identity /overlooked of your life
have nabbed by smelling.
You have filled up my heart by love.

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *