আমার ইচ্ছে করে
Amar Ichhe Kore
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি
Amar Ichhe Kore
গীতিকার: পুলক বন্দ্যোপাধ্যায়
সুরকার: নবীন চট্টোপাধ্যায়
কণ্ঠ: কবিতা কৃষ্ণমূর্তি
[আমার ইচ্ছে করে এই বয়সে
উঠি মায়ের কোলে
জড়িয়ে গলা মাকে ডাকি
সোনামণি বলে]-২
আমার ইচ্ছে করে এই বয়সে।
[ছোট্টবেলার সোহাগ দিয়ে
শিশুর মতো করে
মা আমাকে চুমু খেয়ে
বুকে রাখুক ধরে]-২
সবাই আমায় পাগল ভেবে
যাকনা দূরে চলে
জড়িয়ে গলা মাকে ডাকি
সোনামণি বলে
আমার ইচ্ছে করে এই বয়সে
উঠি মায়ের কোলে
জড়িয়ে গলা মাকে ডাকি
সোনামণি বলে
আমার ইচ্ছে করে এই বয়সে।
[কী হল আর কী হলনা
যেতে চাই যে ভুলে
কী হবে তা আমি জানি
আমার মাকে ছুঁলে]-২
কোন পাওয়া আর লাগবে কাজে
মাকে পাওয়া হলে
জড়িয়ে গলা মাকে ডাকি
সোনামণি বলে
আমার ইচ্ছে করে এই বয়সে
উঠি মায়ের কোলে
জড়িয়ে গলা মাকে ডাকি
সোনামণি বলে
আমার ইচ্ছে করে এই বয়সে।