আমার অন্তরের মাঝে গো | Amaro Ontorer Majhe Go | Dhamail Song | Lyrics

আমার অন্তরের মাঝে গো
Amaro Ontorer Majhe Go
Dhamail Song

আমারও অন্তরের মাঝে গো 

সইগো কী হইলো না জানি

ওই কালো বরণ রূপ আমার 

সইগো লাগাইছে নয়ানি।

সইগো কী হইলো না জানি।।

পুষ্করিণীর চাইরওপারে গো 

সইগো তোঁতা-ময়নার বাসা

ওই ঝাকে ওড়ে ঝাকে পড়ে গো 

সইগো এ বড় তামাশা।

সইগো কী হইলো না জানি।।

আমারে দংশিয়া গেল গো 

সইগো কালো নাগিনী

ওই অন্তরে জ্বলিয়া উঠে গো 

সইগো ধাইলো উজানী।

সইগো কী হইলো না জানি।।

ছাড়াইয়া নামাইতে পারে গো

সইগো বৈদ্য দাওগো আনি

ঝাড়িলে না নামে বিষও

সইগো শ্যামচান্দের আগনী।

সইগো কী হইলো না জানি।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *