আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি Lyrics | Aditi Munshi
গান : আমারে Fraud করে
পদকর্তা ও সুরকার : রূপচাঁদ পক্ষী (দাস)
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি Lyrics
শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় গিয়ে রাজা তো হয়ে গেলেন।এদিকে বিরহ দশায় পড়ে আছেন শ্রীমতি রাধারাণী। রাধারানীর এই অবস্হা দেখে তার সখিরা গেছেন শ্রীকৃষ্ণের কাছে জানতে , যে তিনি আবার কবে বৃন্দাবনে ফিরে আসবেন।তা দেখা করে ফিরে এসে সখীরা দেখে ; এ কি আশ্চর্য! শ্রীরাধিকা কুঞ্জে বসে অনর্গল ইংরেজি কথা বলছে , ইংরেজিতে বিলাপ করছে।বিলাপ করে কি বলছে ?
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি
I am for you very sorry ,
আমার golden body হলো কালি
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি
My dear dearest মধুপুরে গেল কেষ্ট
বল এখন how to rest
শোন dear বনমালী
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি
ওই , লম্পট শঠ এর fortune খুললো
মথুরাতে king হলো
uncle কংসের প্রাণ নাসিল , কুবজা রানী পেল ডালি
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি
শ্রীনন্দের boy young lad
Very crooked mind hard
কহে r c d bird কহে রুপচাঁদ পক্ষী
বলি half English half Bengali
আমারে fraud করে প্রাণ কৃষ্ণ কোথায় গেলি???
রূপচাঁদ পক্ষী
রূপচাঁদ পক্ষীর সম্পুর্ণ নাম ছিল রূপচাঁদ দাস | তাঁর পিতা গৌরহরি দাস । ছোটবেলা থেকে সঙ্গীতের প্রতি রূপচাঁদ বিশেষভাবে অনুরক্ত ছিলেন। তিনি নানা ধরনের গান রচনা করতেন। এই সকল গানের ভনিতায় তিনি ‘পক্ষী’ নাম ব্যবহার করতেন। পক্ষী নামে খ্যাতি লাভ করায় তিনি তাঁর গাড়িটিকে পক্ষীর আকার দিয়েছিলেন। কলকাতায় পক্ষীর জাতিমালা নামক একটি পাঁচালির দল তিনি তৈরি করেন, এবং নাচগানের আসরে তাঁর দলের শাস্ত্ররসাত্মক ও বিদ্রুপাত্মক সঙ্গীতের কদর ছিল। বেশিরভাগ সময় তিনি সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে পাঁচালি বাঁধতেন। এর পাশাপাশি আগমনী, বিজয়গান, বাউল, দেহতত্ত্ব এবং টপ্পা গান রচনা করেছেন। তাঁর দলের সদস্যরা বিভিন্ন পক্ষীর সাজ পরে আসরে নামতেন। বাগবাজারের ধনী শিবকৃষ্ণ মুখোপাধ্যায় তার পৃষ্ঠপোষক ছিলেন |