আমায় ভালবেসে ডেকেই দেখনা
Amai Bhalobese Dekei Dekhona
ছায়াছবি-আনন্দ আশ্রম
কথা-গৌরিপ্রসন্ন মজুমদার
সঙ্গীত-শ্যামল মিত্র
শিল্পী-আশা ভোঁসলে
আ আ আ আ
আমায় ভালবেসে ডেকেই দেখোনা দেখোনা
ভালবেসে ডেকেই দেখোনা
[আসি কিনা আসি পাশে
কে তোমায় ভালোবাসে ?]-২
চোখে চোখ রেখেই দেখোনা দেখোনা
ভালোবেসে ডেকেই দেখোনা দেখোনা
ভালবেসে ডেকেই দেখোনা।
[মধু যদি না খায় ভ্রমর
ফুলের আর লাভ কি ফোঁটে ?
বেহায়া মনটা আমার
দু’হাতে নাওনা লুটে]-২
বুকে আমায় জড়িয়ে ধরে (হা হা হা হা)
বুকে আমায় জড়িয়ে ধরে
সোহাগি এই যে রাতের
আদর গায়ে মেখে দেখোনা দেখোনা
ভালোবেসে ডেকেই দেখোনা দেখোনা
ভালোবেসে ডেকেই দেখোনা।
তোমাকে এই মন দিয়ে মরেছি প্রেমের বিষে
বুকে যে অাগুন জ্বলে এ জ্বালা নেভাই কিসে
কি করে নেভাব ?
তোমাকে এই মন দিয়ে মরেছি প্রেমের বিষে
বুকে যে অাগুন জ্বলে এ জ্বালা নেভাই কিসে
অত আর বায়না কেন ?
পাও কি না পাওন আমায় !
কাছে আজ থেকেই দেখোনা দেখোনা
ভালোবেসে ডেকেই দেখোনা
আসি কিনা আসি পাশে
কে তোমায় ভালোবাসে ?
চোখে চোখ রেখেই দেখোনা দেখোনা
ভালোবেসে ডেকেই দেখোনা দেখোনা
ভালবেসে ডেকেই দেখোনা।