আমাকে কী চোখে দেখেছো
Aamake Ki Chokhe Dekhecho
ছায়াছবি: প্রিয়া
কথা: পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত: বাপী লাহিড়ী
কণ্ঠ: কুমার শানু ও অলকা ইয়াগনিক
আমাকে কী চোখে দেখেছো তা জানিনা
এই শুধু জানি গো
[প্রিয়া তুমি আমার প্রিয়া]-২
আমাকে কী চোখে দেখেছো তা জানিনা
এই শুধু জানি গো
[প্রিয়া আমি তোমার প্রিয়া]-২
আমি যে স্বপ্ন দেখি
পৃথিবী শূন্য এখন,
সেখানে কেউ নেই আর
শুধু যে আমরা দু’জন।
পেয়েছি সারাজীবন
আমি যা চেয়েছিলাম,
কাছেতে পেয়ে তোমায়
মনে হয় স্বর্গ পেলাম।
যা আছে কথা যে হোক সবই তা
আজকে তোমার প্রেম কবিতা
আমাকে কী চোখে দেখেছো তা জানিনা
এই শুধু জানি গো
প্রিয়া তুমি আমার প্রিয়া
প্রিয়া আমি তোমার প্রিয়া।
চলো না দূরে কোথায়ও
ছোটো এক ঘর বানাই,
সেখানে মনের সুখে
আরো গান গেয়ে শোনাই।
যেখানে কখন সকাল
কখন যে রাত্রি আসে,
থাকবে না খবর কিছুই
তুমি যে থাকবে পাশে।
যে প্রেম তোমায় দিলাম আমি
সোনার খনির চেয়েও তা দামি
আমাকে কী চোখে দেখেছো তা জানিনা
এই শুধু জানি গো
প্রিয়া আমি তোমার প্রিয়া
প্রিয়া তুমি আমার প্রিয়া
আমাকে কী চোখে দেখেছো তা জানিনা
এই শুধু জানি গো
প্রিয়া তুমি আমার প্রিয়া
প্রিয়া আমি তোমার প্রিয়া।