আত্মতত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয়
Amtamtattwa Sadhan Kore Ganijon Bose Roy
ফকির লালন সাঁই
আত্মতত্ব সাধন করে জ্ঞানীজন বসে রয় ।
আগে রে মন সেই সাধন সেরে বয় ।।
ভাবের আসন করে শ্রীপাটে
শুভযোগে লাগে রে জাহাজ
রূপচাঁদের ঘাটে
তারের খবর ইষকপটে
সহজ হলে হয় উদয় ।।
করে একি রসের কল
শুভযোগে ডেকে বলে
উজান বাঁকে চল
চল চল কল হলো বিকল
সহজে যেতে ধাক্কা খায় ।।
নিহার যদি তীরে ছুটে
যেতেরে মন পিছল ঘাটে
তরঙ্গ উঠে
লালন বলে মোহর এঁটে
ঠিক রাখ রাগের তালা ।।