আজ তুমি আমার নয়
Aaj Tumi Amar Noy
ছায়াছবি: ফিরিয়ে দাও
কণ্ঠ: পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত: বাপী লাহিড়ী
শিল্পী: বাপী লাহিড়ী
Aaj Tumi Amar Noy
ছায়াছবি: ফিরিয়ে দাও
কণ্ঠ: পুলক বন্দ্যোপাধ্যায়
সংগীত: বাপী লাহিড়ী
শিল্পী: বাপী লাহিড়ী
হুঁ হুঁ হুঁ আ আ আ
আজ তুমি আমার নয়,
তুমি অন্যের তুমি অন্যের।।
চলে গেলেই তুমি
ফেলে রেখেই দিয়ে
স্মৃতিটা আমার জন্যে।
ভালোবাসি আমি বলতে পারিনা,
এই কি আমার অপরাধ ?
আমার অপরাধ।।
আর কেন ফিরে আসেনা
সেই স্বপ্ন সেই স্বপ্ন
যদি এসেছিল
কেন চলে গেল
আমার শুভ লগ্ন।
ভালোবাসি আমি বলতে পারিনা,
এই কি আমার অপরাধ ?
আমার অপরাধ।।
বোঝোনা তো কত ব্যথা
এই সন্ধ্যা এই সন্ধ্যা।
ব্যথা যদি হত
আজ রাতে ফোঁটা
একটি রজনীগন্ধ্যা।
ভালোবাসি আমি বলতে পারিনা,
এই কি আমার অপরাধ ?
আমার অপরাধ।
বল বল বল বল
ভালোবাসি আমি বলতে পারিনা,
এই কি আমার অপরাধ ?
আমার অপরাধ।
আজ তুমি আমার নয়,
তুমি অন্যের তুমি অন্যের।