আগের সব মুরব্বিয়ান | Ager Sob Murubbiyan | Amir Song

আগের সব মুরব্বিয়ান
Ager Sob Murubbiyan
Amir Song
কথা ও সুর : Kari Amir Uddin Ahmed
আগের সব মুরব্বিয়ান’
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
পাঞ্জাতনে বিশ্বাস করতা, একআত্মা একদেহ প্রান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
আল্লার নুরে নবী পয়দা, ঈমান থাকলে মিলব ফায়দা
যার খাতিরে নিজে খোদায়, বানাইলা জমিন আছমান ।
বলছেন নবীর পাক জবানে, আহলে বায়েত যারা মানে
উদ্ধার পাইবা ঘোর নিদানে, নূহের তরণীর সমান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
আলী” নাম প্রায় সকল গ্রামে, বেশীর্ভাগ মানুষের নামে
জারী গাইতা মহররমে, কাইন্দা হইতা পেরেশান ।
পোলাও ক্ষীর হালুয়া রুটি, শিন্নি দিতা বাটি বাটি
তাঁরাই ছিলেন ভক্ত খাঁটি, বুঝতা তাঁরা মানীর মান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
এক তারিখে জন্ম যাহার, বিবি জয়নব নামটি তাঁহার
বেটি হযরত মাই ফাতেমার, যার আদর্শ অফুরান ।
৩ তারিখ হুছাইন মউলার, ৪ তারিখ আব্বাস আলমদার
জয়নাল আবদীন শাহাজাদার, জন্ম ৫ তারিখ শাবান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।
শাবানের সাত তারিখেতে, হযরত কাশেম জন্ম তাতে
শহীদ হইলেন কারবালাতে, কাঁনতেছে সখিনার প্রান ।
আলীআকবর এই মাসেতে, জন্ম এগারই শাবানেতে
এজিদের বাহিনীর হাতে, কারবালাতে দিলেন জান ।।
শাবানের চান্দেরে ডাকতা’বাত্তির চাঁন ।
মাহাদী আইলেন ধরণীতে, ১৫ তারিখ শাবানেতে
জাহির হইবা বায়তুল্লাতে, আমীর উদ্দিনের ঈমান ।
আকাশ হইতে ঈছা আইবা, ইমাম মাহাদীর সঙ্গী হইবা
সত্য প্রতিষ্ঠা করিবা, আল্লাহ পাকের সংবিধান ।।
শাবানের চাঁন্দেরে ডাকতা’ বাত্তির চাঁন ।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *