আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না
Akash Khule Boshe Achi Tao Keno Dekhcho Na
কথা : জুলফিকার রাসেল
সুর : বাপ্পা মজুমদার
শিল্পী : ফাহমিদা নবী ও বাপ্পা মজুমদার
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না!
একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছ না
[আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না!]-২
[আসবে বলে ঐ যে দেখো মেঘেরা দাড়িয়ে
আকাশটাকে দেখি চলো মেঘটাকে তাড়িয়ে।]-২
মেঘের মতো হাঁটবো দুজন হাত কেন রাখছ না
[আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না!]-২
[চলো দুজন স্বপ্ন দেখি এক অনুভব নিয়ে
যা কিছু আজ মনের মত আনবো যে ছিনিয়ে।]-২
আমার মতো কেন তুমি মন খুলে রাখছ না
[আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না!]-২
একটু যদি তাকাও তুমি মেঘ গুলো হয় সোনা,
আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না!
একই আকাশ মাথার ওপর এক কেন ভাবছ না
[আকাশ খুলে বসে আছি তাও কেন দেখছ না!]-২