অামার ও তো সাধ ছিল
Amar O To Sadh Chhilo
ছায়াছবি: দোলন চাঁপা
কথা: শংকর ঘোষ
সঙ্গীত: কানু ভট্টাচার্য্য
শিল্পী: লতা মঙ্গেশকর
[অামারও তো সাধ ছিল
অাশা ছিল মনে;
ভালোবাসা নিয়ে তুমি,
অাসবে জীবনে]-২
[তোমাকেই সঁপে দিয়ে
মন অার প্রাণ;
জেনেছি গো ভালোবাসা,
বিধাতারই দান]-২
তবে কেন দিলে ব্যথা
তুমি এই মনে এ এ ;
অামারও তো সাধ ছিল
অাশা ছিল মনে
ভালোবাসা নিয়ে তুমি
আসবে জীবনে।
[বিধাতার কাছে শুধু
কেঁদে বলে যাই;
দুখ ছাড়া তব কাছে,
কিছু কি গো নাই]-২
পারোনা কি দিতে সুখ
তুমি এই মনে;
অামারও তো সাধ ছিল
অাশা ছিল মনে
ভালোবাসা নিয়ে তুমি
আসবে জীবনে।
[ভালোবাসা দাও ওগো
মনেতে সবার;
ভুবনটা ভরে যাবে,
অালোতে অাবার]-২
ফুটুক অাশার অালো
নিরাশারই মনে এ এ
[অামারও তো সাধ ছিল
অাশা ছিল মনে;
ভালোবাসা নিয়ে তুমি,
আসবে জীবনে]-২