অসার ভেবে সার দিন গেল আমার | Asar Bhebe Sar Din Gelo Amar | Key Lyrics

অসার ভেবে সার দিন গেল আমার

Asar Bhebe Sar Din Gelo Amar

অসার ভেবে সার দিন গেল আমার

সার বস্তুধন হলাম হারা।

হাওয়া বন্ধ হলে সব যাবে বিফলে

দেখে শুনে লালচ গেল না মারা।।

গুরু যার সহায় হয় এ সংসারে,

লোভে সাঙ্গ দিয়ে সেহি যাবে সেরে, 

অঘাটায় মরণ হল আমারে, 

জানলাম না গুরুর করণ কী ধারা।।

মহতে কয় থাকলে পূর্ব সুকৃতি,

দেখিতে শুনিতে হয় গুরুপদে মতি,

সে সুকৃতি আমার থাকতো যদি,

তবে কী আমি হতাম পামরা।।

সময় ছাড়িয়া জানিলাম এখন,

গুরু কৃপা বিনে বৃথা এ জীবন, ‌

বিনয় করে বলছে লালন, 

আর কি আমি পাব অধরা।।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *