অর্গলা স্তোত্র | Argala Statra | Shri Shri Chandi | শ্রীশ্রী চণ্ডী

Durga

অর্গলা স্তোত্র

অর্গলা স্তোত্র
Argala Statra
Shri Shri Chandi
শ্রী শ্রী চণ্ডী
{অর্গলা-স্তোত্র, শ্লোক- ২}
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী ।
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোঽস্তু তে ।।

 

[হে দেবী, তুমি জয়ন্তী (জয়যুক্তা বা সর্বোৎকৃষ্টা), মঙ্গলা (জন্মাদিনাশিনী); কালী (সর্বসংহারিণী), ভদ্রকালী (মঙ্গল-দায়িনী), কপালিনী (প্রলয়কালে ব্রহ্মাদির কপাল হস্তে বিচরণকারিণী), দুর্গা (দুঃখপ্রাপ্যা), শিবা (চিৎস্বরূপা), ক্ষমা (করুণাময়ী), ধাত্রী (বিশ্বধারিণী), স্বাহা (দেবপোষিণী) এবং স্বধা (পিতৃতোষিণী)-রূপা, তোমাকে নমস্কার।]

অর্গলা স্তোত্র

ওঁ নমশ্চন্ডিকায়ৈ
ওঁ অস্য শ্রীঅর্গলাস্তোত্রমন্ত্রস্য বিষ্ণুর্ঋষিঃ অনুষ্টুপ্ ছন্দঃ শ্রী মহালক্ষ্মীর্দেবতা শ্রীজগদম্বা প্রীত্যর্থে সপ্তশতীপাঠাঙ্গত্যেন জপে বিনিয়োগঃ।
ওঁ মার্কন্ডেয় উবাচ
ওঁ জয় ত্বং দেবী চামুন্ডে জয় ভূতাপহারিণি।
জয় সর্বগতে দেবী কালরাত্রি নমোঽস্তুতে।।১
জয়ন্তি মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনি।
দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোঽস্তুতে।।২
মধুকৈটভবিধ্বংসি বিধাতৃ-বরদে নমঃ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।৩
মহিষাসুরনির্ণাশি ভক্তানাং সুখদে নমঃ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।৪
ধুম্রনেত্রবধে দেবী ধর্মকামার্থদায়িনি।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।৫
রক্তবীজবধে দেবী চন্ডমুন্ডবিনাশিনি।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।৬
নিশুম্ভশুম্ভনির্ণাশি ত্রৈলোক্যশুভদে নমঃ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।৭
বন্দিতাঙ্ঘ্রিযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনি।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।৮
অচিন্ত্যরূপচরিতে সর্বশত্রুবিনাশিনি।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।৯
নতেভ্যঃ সর্বদা ভক্ত্যা চাপর্ণে দুরিতাপহে।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১০
স্তুবদ্ভ্যো ভক্তিপূর্বং ত্বাং চন্ডিকে ব্যাধনাশিনি।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১১
চন্ডিকে সততং যুদ্ধে জয়ন্তি পাপনাশিনি।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১২
দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি দেবী পরং সুখম্।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১৩
বিধেহি দেবী কল্যানং বিধেহি বিপুলাং শ্রিয়ম্।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১৪
বিধেহি দ্বিষতাং নাশং বিধেহি ৰলমুচ্যকৈঃ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১৫
সুরাসুরশিরোরত্ন-নিঘৃষ্টচরণাম্বুজে।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১৬
বিদ্যাবন্তং যশস্বন্তং লক্ষ্মীবন্তঞ্চ মাং কুরু।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১৭
দেবী প্রচন্ডদোর্দন্ড-দৈত্যদর্পনিষুদিনি।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১৮
প্রচন্ডদৈত্যদর্পঘ্নে চন্ডিকে প্রণতায় মে।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।১৯
চতুর্ভুজে চতুর্বক্ত্র-সংস্তুতে পরমেশ্বরী।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২০
কৃষ্ণেন সংস্তুতে দেবী শশ্বদ্ভক্ত্যা সদাম্বিকে।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২১
হিমাচলসুতানাথ-সংস্তুতে পরমেশ্বরী।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২২
ইন্দ্রাণী-পতিসদ্ভাব-পূজিতে পরমেশ্বরী।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২৩
দেবী ভক্তজনোদ্দাম-দত্তানন্দোদয়েঽম্বিকে।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২৪
ভার্যাং মনোরমাং দেহি মনোবৃত্ত্যনুসারিণীম্।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২৫
তারিণি দুর্গসংসার-সাগরস্যাচলোদ্ভবে।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২৬
ইদং স্তোত্রং পঠিত্বা তু মহাস্তোত্রং পঠেন্নরঃ।
রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি।।২৭
ইতি অর্গলাস্তোত্রম্ সমাপ্তম্।
অর্গলা স্তোত্র | Argala Statra | Shri Shri Chandi | শ্রী শ্রী চণ্ডী
{অর্গলা স্তোত্র, শ্লোক- ২,৩,৪,৮,৯,১০,১৩,১৪,২৪,২৬}

 

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী ।

 

দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোঽস্তু তে ।। ২

 

[হে দেবী, তুমি জয়ন্তী (জয়যুক্তা বা সর্বোৎকৃষ্টা), মঙ্গলা (জন্মাদিনাশিনী); কালী (সর্বসংহারিণী), ভদ্রকালী (মঙ্গল-দায়িনী), কপালিনী (প্রলয়কালে ব্রহ্মাদির কপাল হস্তে বিচরণকারিণী), দুর্গা (দুঃখপ্রাপ্যা), শিবা (চিৎস্বরূপা), ক্ষমা (করুণাময়ী), ধাত্রী (বিশ্বধারিণী), স্বাহা (দেবপোষিণী) এবং স্বধা (পিতৃতোষিণী)-রূপা, তোমাকে নমস্কার।]

 

মধুকৈটভবিধ্বংসি বিধাতৃ-বরদে নমঃ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ৩

 

[হে মধুকৈটভনাশিনি, হে ব্রহ্মাবরদায়িনি তোমাকে নমস্কার। আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার (কাম-ক্রোধাদি) শত্রু নাশ কর।]

 

মহিষাসুরনির্ণাশি ভক্তনাং সুখদে নমঃ ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ৪

 

[হে মহিষাসুরনাশিনি ও ভক্তগণের সুখদায়িনি, তোমাকে নমস্কার। আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।]

 

বন্দিতাঙ্ঘ্রিযুগে দেবি সর্বসৌভাগ্যদায়িনি ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ৮

 

[হে মহিষাসুরনাশিনি ও ভক্তগণের সুখদায়িনি, তোমাকে নমস্কার। আমাকে রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।]

 

অচিন্ত্যরূপচরিতে সর্বশত্রুবিনাশিনি ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ৯

 

[হে অচিন্ত্য-রূপ-চরিত্রে সর্বশত্রুবিনাশিনি দেবি, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।]

 

নতেভ্যঃ সর্বদা ভক্ত্যা চাপর্ণে দুরিতাপহে ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ১০

 

[হে অর্পণে, আশ্রিত ভক্তের পাপনাশিনি হে দেবি, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।]

 

দেহি সৌভাগ্যমারোগ্যং দেহি দেবি পরং সুখম্‌ ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ১৩

 

[হে দেবি, আমায় সৌভাগ্য ও আরোগ্য দাও এবং পরম সুখ দাও। আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।]

 

বিধেহি দেবি কল্যাণং বিধেহি বিপুলাং শ্রিয়ম্‌ ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ১৪

 

[হে দেবি, আমার কল্যাণ বিধান কর এবং আমাকে বিপুল শ্রী (ঐশ্বর্য) প্রদান কর।আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।]

 

দেবি ভক্তজনোদ্দাম-দত্তানন্দদয়েঽম্‌বিকে ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ২৪

 

[হে দেবি, ভক্তজনের হৃদয়ে অপার-আনন্দদয়কারিণি হে অম্বিকে, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।]

 

তারিণি দুর্গসংসার-সাগরস্যাচলোদ্ভবে ।

 

রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি ।। ২৬

 

[দুস্তর-সংসার-সাগরতারিণি হে গিরিসুতে, আমায় রূপ দাও, জয় দাও, যশ দাও এবং আমার শত্রু নাশ কর।

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *