অয়িগিরি নন্দিনী Lyircs | Aigiri Nandini Lyrics | Iman Chakraborty

অয়িগিরি নন্দিনী Lyircs
Aigiri Nandini Lyrics
Song Name : Aigiri Nandini
অয়িগিরি নন্দিনী
Vocal : Iman Chakraborty
Lyrics : Saikat Chattopadhyay
Composition : Nilanjan Ghosh
Programming : Nilanjan Ghosh and Tushar Banerjee
Mixed and mastered by : Nilanjan Ghosh

 

অয়িগিরি নন্দিনী Lyircs

 

কাশফুল মন, বৃষ্টি যখন

নামার অপেক্ষায়,

ভেজা পায় হাওয়ায় হাওয়ায়

গান গেয়ে যায়।

আকাশে, আকাশে

আজ আগমনী মেঘের খেলায়,

শরতের সাজে

যেন ভেসে যায় খুশির ভেলায়।

সারাদিন নিলামন

নিলে নিলে ভেসে যাওয়া নীলিমায়,

অমলীন উচাটন

কানে কানে যেন ওই বলে যায় –

আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি

বিশ্ব-বিনোদিনি নন্দনুতে,

গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি

বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।।

শিউলির সাজে, ঢেউ মাঝে মাঝে

কার যেন বাঁশি ওই, দূর হতে বাজে,

বাঁশুরিয়া সুরে, দুলেছি দুপুরে

বেহায়া আবেগ ওই, বেঁধেছি নূপুরে।

সারাদিন আজ, মেঘেদের সাজ

কানে কানে সে যেন বলে যায় –

আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি

বিশ্ব-বিনোদিনি নন্দনুতে,

গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি

বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।।

বিকেলের খেলায়, মনচোরা বেলায়

পাতায় পাতায় আজ,

ছায়া ছায়া মেলায়।

অকালবোধনে, আকুল উড়ানে

উড়ে চলে স্বপ্নরা, পাখি পাখি মনে,

সারাদিন আজ, মেঘেদের সাজ

কানে কানে সে যেন বলে যায় – –

আইগিরি নন্দিনী নন্দিতমেদিনি

বিশ্ব-বিনোদিনি নন্দনুতে,

গিরিবরবিন্ধ শিরোধিনিবাসিনি

বিষ্ণু-বিলাসিনি জিষ্ণুনুতে।।

 

 

Aigiri Nandini Lyrics

Kashful mon brishti jokhon

Namar opekkhay

Veja paay haway haway

Gaan geye jaay

Akashe akashe

Aaj agomoni megher khelay

Shorote saaje

Jeno bhese jaay khushir bhelay

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *