অযতনে ডুবলো ভারা তরাও গুরু নিজ গুণে
Ojotone Dublo Bhara Torau Guru Nij Gune
অযতনে ডুবলো ভারা তরাও গুরু নিজ গুণে।
আর আমার কেউ নাই গুরু তুমি বিনে।।
সাধের এক খান তরি ছিলো,
অযতনে বিনাশিলো,
বান সকল ছাড়িয়ে গেলো,
জল চোয়ায় রাত্রী দিনে।।
সময়ে দাম দিতাম যদি,
বাইতাম তরি নিরবধি,
আমার এই দেহ তরি,
আদরিতো মহাজনে।।
নিয়ে এলাম ষোল আনা,
বেপার করিলাম দুনা,
আসলেতে ফল হলোনা,
নিকাশ দিতে মহাজনে।।
ষোল আনা বোঝাই করে,
পাঠালেন সাঁই ঠক বাজারে,
সিরাজ সাঁই কয় লালনেরে,
রঙ্গপুরে দোকান ক্যানে।।