Apabitra Deho Je Amar
Bijoy Sarkar
অপবিত্র অপবিত্র দেহ যে আমার
এই দেহে কৃষ্ণ ভক্তি নাই
এই দেহ ময়লাতে বোঝাই,
আমার বাসা পুড়ে হলো ছাই
এই দেহ ময়লা তে বোঝাই ।।
যার দেহেতে ঠিক থাকে রাজা
দেবতা করে তার পূজা
কৃষ্ণ বহে তার বোঝা
আমি হইয়াছি ভক্তি শুন্য
আমার প্রাণ কাঁদে না
কৃষ্ণের জন্য রে
রাজা শুন্য দেহ হলো ভাই
এই দেহ ময়লাতে বোঝাই (ঐ)
তুমি পেয়েছিলে যৌবনের জোয়ার
ভাটায় টান দিবে যে আমার
সেই কথা মনে নাই তোমার।
আমি অধম কপাল পোড়া
হয়ে কামরূেপেতে জিন্ন ধরা
আমার সেই দিনের আর বেশি বাকি নাই,
এই দেহময়লাতে বোঝাই
যারা আশাতে আসলাম এই ভবে
প্রান সপিলাম কৃষ্ণর ঐ পদে
আশা পূর্ণ হবে কবে
আমার চুল পাকিলো
দাত নোরিল কণ্ঠ রোধ হইল ও
আমার আগের মত সেই চেহারা নাই
গুরুচাঁদ কয় বারে বারে কয়
পারে কে যাবি রে আয়
পারের সময় বয়ে যায়
কৃষ্ণ নামের ধূলিমাখি
কত রসিকজনা ধরল পারি গো
হরি নামের ধুলি মাখি
কত রসিকজনা ধরল পারি গো
পাগল বিজয়ের এই ভাগ্যে তাহা নাই
এই দেহ ময়লা তে বোঝাই