অন্ধ খোঁড়া বোবা হাবা পার করে
Andho Khonra Boba Haba
অ্যালবাম: ভারততীর্থ
গীতিকার : দেবপ্রসাদ চক্রবর্তী
সুরকার : মৃণাল বন্দোপাধ্যায়
কণ্ঠ: মান্না দে
(বাবা তারকনাথের চরণে সেবা লাগে
মহাদেব,হর হর মহাদেব)
[ভোলেবাবা পার করে গা,
ত্রিশূলধারী পার করে গা]-২
উঁচা-নীচা পার করেগা
গাড্ডা গুড্ডা পার করেগা
ব্যোম ভোলে ব্যোম ভোলে
ব্যোম ভোলে,পার করেগা।
[অন্ধ খোঁড়া বোবা হাবা,
পার করে দেয় ভোলে বাবা]-২
বাবা তারকনাথের নামে
যায় যে কেটে বিপদ ভয়
[জয় জয় জয় জয় জয়
বাবা তারকনাথের জয়]-২
(হর হর মহাদেব)
বাবা আছেন সবখানে
সেই মানুষের মন প্রাণে
যেজন ভজে ভক্তি ভরে তাঁকে
ব্যোম ভোলা মহেশ্বর
তারকনাথ তারকেশ্বর
সাড়া দেন সেই মানুষের ডাকে,
বাঁক নিয়ে তাই কাঁধের পর
চল সবাই তারকেশ্বর
বাবার পায়ে মানত রেখে বলি
“বাবা,হও সদয়”।
[জয় জয় জয় জয় জয়
বাবা তারকনাথের জয়]-২
(হর হর মহাদেব
বাবা তারকনাথের চরণে
সেবা লাগে,মহাদেব!)
শ্রাবণ মাসের পূর্ণিমায়,
বাবার গান সবাই গায়
সবাই ছোটে বাবার পুণ্যধামে
ঝড়-বৃষ্টি চোখের জল
দুঃখ ব্যথায় পায় যে বল
মুশকিল আসান হয় যে বাবার নামে
দুধ-পুকুরে করলে চান,
বাবার মাথায় দিলে জল
বিশ্বভোলা মহেশ্বর
সেই সেবাতেই তুষ্ট হয়
[জয় জয় জয় জয় জয়
বাবা তারকনাথের জয়]-২
(হর হর মহাদেব)
[জয় জয় জয় জয় জয়
বাবা তারকনাথের জয়]-২
(বাবা তারকনাথের চরণে সেবা লাগে
মহাদেব)
জয় জয় জয় জয় জয়
বাবা তারকনাথের জয়।