কোন কলে নানান ছবি নাচ করে সদায় | Kon Kole Nanan Chobi Nac Kore Soday | Key Lyrics

কোন কলে নানান ছবি নাচ করে সদায়
Kon Kole Nanan Chobi Nac Kore Soday
Key Lyrics
কোন কলে নানান ছবি নাচ করে সদায় ।
কোন কলে হয় নানাবিধ
আওয়াজ উদয় ।।
কলের পাখি কলের ধুঁয়া
কলের মহর গিরে দেওয়া
কল ছুটিলে যাবে হাওয়া
কে রবে কোথায় ।।
কলেমা পড়ি কল চিনি নে
যে কলে ঐ কলেমা বলে
উপর উপর ঘুরে বেড়ালে
গভীরে তে ডুবলে না ।।
আপনা দেহে কল না ঢুঁড়ে
বিভোর হলাম কলেমা পড়ে
লালন বলে মুর্শিদ ছেড়ে
কে পাবে খোদা ।।
কোন কলে নানান ছবি নাচ করে সদায় | Kon Kole Nanan Chobi Nac Kore Soday | Key Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *