আমি আঙ্গুল কাটিয়া কলম বানাই | Ami Angul Katiya Kalam Banai | ছায়াছবি: নবজন্ম

আমি আঙ্গুল কাটিয়া কলম বানাই
Ami Angul Katiya Kalam Banai
ছায়াছবি: নবজন্ম (১৯৫৬)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: নচিকেতা ঘোষ
শিল্পী: ধনঞ্জয় ভট্টাচার্য
আমি আঙ্গুল কাটিয়া কলম বানাই
চক্ষের জলে কালি,
আর পাজর ছিঁড়িয়া লিখি এই কথা
পিরিতি যে চোরাবালি।
দীর্ঘশ্বাস যে কাগজ বন্ধু
দুঃখ আখর তারই,
মাথার কিরা সে লিখনের ভাষা
আমি লিখিতে পারি
সে যে আমি লিখিতে পারি
সে ভাব বুঝিতে সে ভাষা পড়িতে
মোর বঁধুয়াই জানে খালি।
পাজর ছিঁড়িয়া লিখি এই কথা
পিরিতি যে চোরাবালি।
হায় ধ্যান জ্ঞান মোর নাইরে
সবাই মুখ্যু আমারে কয়,
তোমরাই বলো বলো গো
এই পত্র লিখিতে বিদ্যা শিখিতে
পুঁথি কি পড়িতে হয়?
তোমরাই বলো বলো গো
বিরহ যে তার শিরোনামা ওগো
জানি না বঁধুর নাম,
তাই যে গো হায় পারি না লিখিতে
কি তার ঠিকানা ধাম!
সে যদি না পড়ে এ প্রাণ লিখন
বিধি চিতায় দাও গো জ্বালি।
আঙ্গুল কাটিয়া কলম বানাই
চক্ষের জলে কালি
হায় চক্ষের জলে কালি।
আমি আঙ্গুল কাটিয়া কলম বানাই | Ami Angul Katiya Kalam Banai | ছায়াছবি: নবজন্ম

Check Also

Julmi Sawariya Lyrics | ढोल बाजे तो Lyrics | Divyenndu

Julmi Sawariya Lyrics | Divyenndu | Charmee Zaveri | Amit Trivedi | Bhoomi Trivedi |Kumaar …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *