আমার আপনার চেয়ে আপন যে জন | AAMAR APONAR CHEYE – TAPOSH FEAT. LUIPA

আমার আপনার চেয়ে আপন যে জন
AAMAR APONAR CHEYE
TAPOSH FEAT. LUIPA
TRACK – AAMAR APONAR CHEYE [ A Tribute to Late Kazi Nazrul Islam ]
Lyrics & Tune: KAZI NAZRUL ISLAM
Singer: LUIPA Re-Composition & Keys: KAUSHIK HOSSAIN TAPOSH

আমার আপনার চেয়ে আপন যে জন

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়
আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারে পিয়াসী বাসনায়।।
আমারে মনেরো তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুলো তিয়াসে
কভু সে চাতক শুধা চোর আসে
নিশিথে স্বপনে জোছনায়।।
আমারে মনের পিয়ালো তমালে
হেরে তারে স্নেহ মেঘ শ্যাম
অশনি আলোকে হেরি তারে ফির
বিজলী উজল অভিরাম।।
আমারে রচিত কাননে বসিয়া
পরানো পিয়ারে মালিকা রচিয়া
সে মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারে গলে দোলে হায়।।
আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়।।

 

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *