Upasona Korle Naki Lyrics | উপাসনা করলে নাকি

Upasona Korle Naki Lyrics
উপাসনা করলে নাকি
কথা ও সুর: শরদ গোসাঁই
কণ্ঠ: পরীক্ষিত বালা
Upasona Korle Naki Lyrics
আবার উপাসনা
আবার উপাসনা করলে নাকি
সঙ্গে বৈষ্ণবী একজন রাখতে হয়
[নবদ্বীপে হইলো যত বৈরাগীর আশ্রয়]-২
[আবার উপাসনা করলে নাকি]-২
সঙ্গে বৈষ্ণবী একজন রাখতে হয়
[নবদ্বীপে হইলো যত বৈরাগীর আশ্রয়]-২
[বৈরাগী হয় তিন অক্ষরেতে
বৈ-কার রা-কার গী-কারেতে]-২
[ও তার কোন্ অক্ষরের কী গুণ ধরে]-২
গুরুজী দয়া কর বলো আমায়
হায় গুরুজী গুরুজী দয়া কর বলো আমায়
[নবদ্বীপে হইলো যত বৈরাগীর আশ্রয়]-২
[(আর) কেন তারা ডোর কৌপীন পরে?
কৌপীনে কোন্ দেবতা বিরাজ করে?]-২
[আবার মালা তিলক বেশ ভূষণে (ও)]-২
বৈরাগী করে কোন্ ভাবের উদয়?
হায় বৈরাগী বৈরাগী করে কোন্ ভাবের উদয়?
[নবদ্বীপে হইলো যত বৈরাগীর আশ্রয়]-২
[(আর) মরলে তাঁদের শ্রাদ্ধ পিণ্ড নাই
কেমনে পাইবে ভক্তি বলো হে গোসাঁই
তুমি বলো হে গোসাঁই]-২
[আবার কেমনে হয় প্রেতের মুক্তি]-২
গুরুজী দয়া কর বলো আমায়
হায় গুরুজী গুরুজী দয়া কর বলো আমায়
[নবদ্বীপে হইলো যত বৈরাগীর আশ্রয়]-২
[আবার উপাসনা করলে নাকি]-২
সঙ্গে বৈষ্ণবী একজন রাখতে হয়
[নবদ্বীপে হইলো যত বৈরাগীর আশ্রয়]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *