Tumi Mongol Koro Lyrcs
তুমি মঙ্গল করো
মঙ্গলময় প্রাণ
মঙ্গলময় প্রাণ
তুমি মঙ্গল করো মঙ্গল করো
হে মঙ্গলময় প্রাণ,
ধনধান্যে পুষ্পে ভরা
ধরার রেখো মান।
মান রেখো মান রেখো
তোমার দয়াল নামের মান,
আর তোমাতে জন্মিয়া যেন
ধন্য হয় জীবন।
ধন্য ধন্য বলি কারে
যদি না বাঁচাইবে প্রাণ,
আর তোমার যেটুক বাকি বৃক্ষ ছায়া
যত ফুলের আঘ্রাণ।
আমার জল-জমি-জঙ্গল গেলো
সব নিলো মহাজন,
তোমার নামের কলঙ্ক রইলো
তোমার নামে মহাজন।
আমি মানব না মানব না
তোর নামের অপমান,
আর তোমাতে জন্মিয়া যেন
ধন্য হয় জীবন।
শচীর নন্দন নাথ
দয়া করো মোরে,
এই কৃপা করো দয়াল
যেন পাসরি না তোমায় হে।
আমি যেইখানে সেইখানে যেন
জন্মাইয়া না মরি হে,
কুক্কুর করিয়া রেখো
তোমার ভক্ত গৃহে।
তুমি মঙ্গল মঙ্গলময়
নাই বা দিলে চাবির ভার,
একবার ফুলের গন্ধ ফুটলে ‘পরে
দেখাও কারার দ্বার।
আমায় রাখো মারো যে হাল করো
ফুল ফুটাও হাজার বার,
আবার ফুলের গন্ধে দেখাও দেখি
কোথায় কারার দ্বার।
তুমি মঙ্গল মঙ্গল চরণ
রেখো তোমার নামের মান,
আর যেন অকালে না যায়
কোন মায়ের বুকের ধন।
যেইখানে তোমার যাত্রা মহোৎসব
নাই রে দয়াল,
ইন্দ্রলোক হইলেও
তাহা আমি চাইনে।