তুমি দিও নাগো বাসর ঘরের বাতি নিভাইয়া | Tumi Dio Nago Basor Ghorer Bati Nibhaiya Lyrics

তুমি দিও নাগো বাসর ঘরের বাতি নিভাইয়া

Tumi Dio Nago Basor Ghorer Bati Nibhaiya Lyrics

 

তুমি দিও নাগো বাসর ঘরের বাতি নিভাইয়া

 

তুমি দিওনা গো বাসর ঘরের,
বাতি নিভাইয়া,
আমি বন্ধ ঘরে অন্ধকারে,
যাব মরিয়া।।


তুমি ভয় কেন পাও প্রাণ সজনী
আমায় দেখিয়া।
তোমায় প্রেম সোহাগে রাখব আমার
বুকে জড়াইয়া।
তুমি দিওনা গো বাসর ঘরের
বাতি নিভাইয়া।
আমি বন্ধ ঘরে অন্ধকারে
যাব মরিয়া।
তুমি ভয় কেন পাও প্রাণ সজনী
আমায় দেখিয়া।
তোমায় প্রেম সোহাগে রাখব আমার
বুকে জড়াইয়া।
ও আঁচল ধরে টান দিওনা
লাজে মরে যাই।
প্রথম রাতে আমি তোমার
কাছে ক্ষমা চাই।
ও সুখের পরশ দেব তোমায়
থেকো না দূরে।
শান্তি খুঁজে পাবে আমার
প্রেমের আদরে।
আমি চাইনা তোমার প্রেমের আদর
দাওনা ছাড়িয়া
সবকিছু জোর করে
নিও না কাড়িয়া
নিও না কাড়িয়া
ঘরের বাতি নিভাইয়া।
তুমি ভয় কেন পাও প্রাণ সজনী
আমায় দেখিয়া।
তোমায় প্রেম সোহাগে রাখব আমার
বুকে জড়াইয়া।
তুমি দিওনা গো বাসর ঘরের
বাতি নিভাইয়া।
আমি বন্ধ ঘরে অন্ধকারে
যাবো মরিয়া।
ও এই রাত আর কোনোদিনও
আসবে না ফিরে।
একটু পরে রাত পোহাবে
থেকো না দূরে।
আমার বুক কাঁপে যে দুরুদুরু
মনে লাগে ভয়।
জানিনা তো আজ নিশীথে
কি জানি কি হয়।
আমার ইচ্ছা করে ময়ূরপঙ্খী
নায়ে চড়িয়া।
আমি তোমায় নিয়ে প্রেম যুমনায়
যাব ভাসিয়া।
আমি যাব ভাসিয়া
ঘরের বাতি নিভাইয়া।
তুমি দিওনা গো বাসর ঘরের
বাতি নিভাইয়া।
আমি বন্ধ ঘরে অন্ধকারে
যাবো মরিয়া।
তুমি ভয় কেন পাও প্রাণ সজনী
আমায় দেখিয়া।
তোমায় প্রেম সোহাগে রাখব আমার
বুকে জড়াইয়া।
আমার অনেক কথা বলার আছে
বন্ধু তোমার সাথে।
মনের কথা বলব সবি
এই না বাসর রাতে।
তুমি যতই কর ছলাকলা
শুনবো না আর আমি।
ভুলে কেন যাও গো তুমি
আমি তোমার স্বামী।
আগে মনের সাথে মনটা আমি
নেব মিলাইয়া।
দুটি মনের যদি হয় মিলন
কয় তারে বিয়া
বন্ধু কয় তারে বিয়া
ঘরের বাতি নিভাইয়া।
তুমি ভয় কেন পাও প্রাণ সজনী
আমায় দেখিয়া।
তোমায় প্রেম সোহাগে রাখব
আমার বুকে জড়াইয়া।
তুমি দিওনা গো বাসর ঘরের
বাতি নিভাইয়া।
আমি বন্ধ ঘরে অন্ধকারে
যাবো মরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *