a logo for keylyrics.com

তুমি অসময়ে তমাল ডালে Lyrics | Tumi Asamaye Tomal Dale Lyrics

তুমি অসময়ে তমাল ডালে Lyrics

Tumi Asamaye Tomal Dale Lyrics

 

তুমি অসময়ে তমাল ডালে Lyrics

তুমি অসময়ে তমাল ডালে,
কি সুরে বল চোরাই নাই।
ঘাটে একবার আমি একবার যায়,
জাইয়া দেখি বন্ধু ঘাটে নাই।
কোকিলরে বনের কোকিলরে…..
আমি নিশিতে দেখলাম স্বপন,
বন্ধুয়ারও রুপের কিরন,
কালো বরন গৌরও কানাই,
আমি বন্ধুর কোলে কোল দিয়াছি,
প্রেম যমুনাই খেলছি রাই।
কোকিলরে বনের কোকিল রে,
বুঝি এতো দু:খ এই কপালে,
লিখা দিছে আমার শ্যাম কপালে,
নারি কুলে বুঝি সুখের জনম নাই,(ও কোকিলরে)
আমি নাইলে কেন,
সিতার সাথে কেন বারবার বনবাসে যায়।
কোকিলরে বনের কোকিলরে
ও তোর চোখ দেখিরে জলে ভরা,
মনিল কেনরে তোর এই চেহারা,
কোন নিষ্ঠুরে মারছে তিরের ঘাই।।
ও তুই কালকাটালি বনে বনে,
ঘরবাড়ি কেন বান্দস নাই।
কোকিলরে, বনের কোকিলরে…..
আমি নদি ভেবে আইলাম জনা
মন জানে আর কেউ জানেনা,
বন্ধু বিনে বাচার আসার আসা নাই।
ভবে, মাতাল হইয়া থাকবি যেদিন,
দেখবি যেদিন রাজ্জাক নাই।

Tumi Asamaye Tomal Dale Lyrics

Tumi osomoye tomal dale,

Ki sure bol chorai nai.

Ghate ekbar ami ekbar jay,

Jaiya dekhi bondhu ghate nai.

Kokilre boner kokilre…..

Ami nishite dekhlam swopon,

Bondhuaro ruper kiron,

Kalo boron gouro kanai,

Ami bondhur kole kol diyachi,

Prem Jomunai khelchi Rai.

Kokilre boner kokil re,

Bujhi eto du:kho ei kopale,

Likha diche amar Shyam kopale,

Nari kule bujhi sukher jonom nai,(O kokilre)

Ami naile keno,

Sitar sathe keno barbar bonobase jay.

Kokilre boner kokilre

O tor chokh dekhi re jole bhora,

Monil kenore tor ei chehara,

Kon nishthure marche tirer ghai..

O tui kalkatali bone bone,

Ghorbari keno bandos nai.

Kokilre, boner kokilre…..

Ami nodi bhebe ailam jona

Mon jane ar keu janena,

Bondhu bine bachar asar asa nai.

Bhobe, matal hoiya thakbi jedin,

Dekhbi jedin Razzak nai.

 

 

https://youtu.be/sceZ6ngI4MY

গানের মৌলিক তথ্য

  • গানের শিরোনাম: তুমি অসময়ে তমাল ডালে
  • বিকল্প শিরোনাম: কোকিলরে বনের কোকিলরে
  • কথা (গীতিকার): মাতাল রাজ্জাক দেওয়ান (গানের শেষ লাইনে “দেখবি যেদিন রাজ্জাক নাই” হিসেবে গীতিকারের ‘ভণিতা’ বা স্বাক্ষর রয়েছে)।
  • সুর: প্রচলিত লোকসুর (বাউল)
  • শিল্পী: কাজল দেওয়ান (মূল শিল্পী হিসেবে পরিচিত, যিনি মাতাল রাজ্জাক দেওয়ানের পুত্র)। প্রদত্ত ইউটিউব লিংকে শিল্পী হলেন রোজিনা দেওয়ান।
  • ধরণ: বাউল গান / বিচ্ছেদ গীতি
  • সম্পর্কিত ইউটিউব লিংক: ফাল্গুনী বাউল মেলায়… | রোজিনা দেওয়ান

 

তুমি অসময়ে তমাল ডালে লিরিক্স (Tumi Asamaye Tomal Dale Lyrics) – মাতাল রাজ্জাক দেওয়ান

“তুমি অসময়ে তমাল ডালে” বাংলা বাউল গানের জগতে একটি অত্যন্ত জনপ্রিয় ও হৃদয়বিদারক বিচ্ছেদ গীতি। এই গানটি প্রায়শই “কোকিলরে বনের কোকিলরে” নামেও পরিচিত। গানটির রচয়িতা হলেন কিংবদন্তী বাউল সাধক ও গীতিকার মাতাল রাজ্জাক দেওয়ান। গানের শেষ চরণে “ভবে, মাতাল হইয়া থাকবি যেদিন, দেখবি যেদিন রাজ্জাক নাই” লাইনের মাধ্যমে তিনি তার স্বাক্ষর (ভণিতা) রেখে গেছেন।

এই গানটি মূলত মাতাল রাজ্জাক দেওয়ানের পুত্র, আরেক প্রখ্যাত শিল্পী কাজল দেওয়ান-এর কণ্ঠে ব্যাপক জনপ্রিয়তা পায় (প্রদত্ত ইউটিউব লিংকের ভিডিওতেও শিল্পী রোজিনা দেওয়ান, কাজল দেওয়ানের উল্লেখ করেছেন)।

গানের মূলভাবটি গভীর বেদনাদায়ক। এখানে শিল্পী অসময়ে ডাকা এক কোকিল পাখির সাথে নিজের জীবনের মিল খুঁজে পান। তিনি কোকিলের কাছে তার নিজের দুঃখের কথা তুলে ধরেন। প্রিয়জনের (“বন্ধু”) খোঁজে ঘাটে গিয়ে তাকে না পাওয়ার যন্ত্রণা (“ঘাটে একবার আমি একবার যায়, জাইয়া দেখি বন্ধু ঘাটে নাই”), এবং বিরহের কারণে নারীজন্মের সার্থকতা নিয়ে প্রশ্ন তোলা (“নারি কুলে বুঝি সুখের জনম নাই”)—এইসব গভীর আবেগ গানটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

যারা “Tumi Asamaye Tomal Dale Lyrics” বা বাংলা বাউল বিচ্ছেদ গানের লিরিক্স খুঁজছেন, তাদের কাছে মাতাল রাজ্জাক দেওয়ানের এই সৃষ্টি এক অমূল্য সম্পদ।

 

সচরাচর জিজ্ঞাস্য (FAQs)

প্রশ্ন ১: “তুমি অসময়ে তমাল ডালে” গানটির গীতিকার কে? উত্তর: এই গানটির গীতিকার হলেন কিংবদন্তী বাউল সাধক মাতাল রাজ্জাক দেওয়ান। গানের শেষে “দেখবি যেদিন রাজ্জাক নাই” লাইনটি তার স্বাক্ষর বা ‘ভণিতা’।

প্রশ্ন ২: এই গানটির মূল শিল্পী কে? উত্তর: গানটি মাতাল রাজ্জাক দেওয়ানের পুত্র শিল্পী কাজল দেওয়ানের কণ্ঠে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করে। প্রদত্ত ইউটিউব লিংকে গানটি গেয়েছেন শিল্পী রোজিনা দেওয়ান।

প্রশ্ন ৩: গানটিতে “কোকিল” পাখির উল্লেখ কেন করা হয়েছে? উত্তর: গানটিতে কোকিল পাখি একটি রূপক। অসময়ে কোকিলের ডাক যেমন বেমানান, তেমনি শিল্পীর জীবনেও অসময়ে দুঃখ ও বিরহ নেমে এসেছে। তিনি কোকিলের সাথে নিজের দুঃখের তুলনা করছেন।

প্রশ্ন ৪: “নারি কুলে বুঝি সুখের জনম নাই” লাইনটি কোন গানের? উত্তর: এই জনপ্রিয় এবং আবেগঘন লাইনটি “তুমি অসময়ে তমাল ডালে” (বা “কোকিলরে বনের কোকিলরে”) গানের অংশ।

 

Check Also

ওরে ও প্রাণ বৈরাগী Lyrics | Ore O Pran Boiragi Lyrics

ওরে ও প্রাণ বৈরাগী Lyrics Ore O Pran Boiragi Lyrics ওরে ও প্রাণ বৈরাগী Lyrics …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *