তুমি আমায় ভুলে গেছো Lyircs | Tumi Amay Vule Gecho Lyrics
তুমি আমায় ভুলে গেছো
Tumi Amay Vule Gecho
কথা ও সুর: তাজুল দেওয়ান
কণ্ঠ: তাজুল দেওয়ান
তুমি আমায় ভুলে গেছো Lyircs
তুমি তো আমায় গিয়েছো ভুলে,ওগো বন্ধু,
ভুলে যাব আমিও ভেবেছি।
[তুমি যেদিন আমাকে বলেছো ভুলে যেতে]-২
কত যে চোখের জলে ভেসেছি
[ভুলে যাব আমিও ভেবেছি (ও)]-২
[সবাই তো সবকিছু করিতে পারে না
হৃদয়হীনা কোনোদিনও ভালোবাসতে জানে না]-২
[জেনে গেছি আমি হৃদয়হীনা তুমি]-২
নিজেকে নিজেই মেরে ফেলেছি
[ভুলে যাব আমিও ভেবেছি (ও)]-২
[তুমি আমায় ভুলে গেছো তাতে কোনো দুঃখ নাই,
দুঃখ শুধু একটাই তুমি আমায় চিনতে পারো নাই]-২
[যদি তুমি সুখ পাও যত খুশি ব্যথা দাও]-২
দুঃখকে সাথি করে নিয়েছি
[ভুলে যাব আমিও ভেবেছি(ও)]-২
[কালির লেখা মুছতে গেলে ছিঁড়ে শুধু খাতা
ভালোবাসা ভুলতে গেলে হৃদয়ে লাগে ব্যথা]-২
[বলে তাজুল দেওয়ান তোমায় নিয়ে এই গান]-২
স্মৃতিগুলো নিয়ে কত কেঁদেছি
[ভুলে যাব আমিও ভেবেছি (ও)]-২
তুমি তো আমায় গিয়েছো ভুলে,ওগো বন্ধু,
[ভুলে যাব আমিও ভেবেছি(ও)]-৩
