Tomay Khuje Jabo Lyrics | তোমায় খুঁজে যাবো লিরিক্স

Tomay Khuje Jabo Lyrics

তোমায় খুঁজে যাবো লিরিক্স

মাসা ইসলাম ও ফারহান রিফাত

 

Tomay Khuje Jabo Lyrics

কে আমারই ঘুম ভাঙিয়ে দিল কে
দূরেরই আওয়াজ শোনাল কে?
কেউ যেন ডেকে যায় আমাকে নিরবে
কান পেতে শুনে যাই তবু পাইনা তাকে,
হারালো সে।

তোমায় খুঁজে যাবো শত বাধা পাড়ি দেবো
ভাসিয়ে দিয়েছি নিজেকে,
কি বাঁধা ছিল আমাদেরই মাঝে
তোমার ডাক ফিরে এসেছে।

গাও আমার সুরে গাও
থেমো না একই তালে গাও,
গাও আমার সুরে গাও
একই তালে গাও।

কে আলো আধাঁরীর ছায়াময় পথে
হেঁটে চলে গিয়েছে কে,
আলো আধাঁরীর ছায়াময় পথে
হেঁটে চলে গিয়েছে কে,
সে যেন ফিরে চায় থমকে দাঁড়িয়ে
চেয়ে থাকি সে আশায়, শূন্য দিগন্তের দিকে
আসে না সে।

তোমায় খুঁজে যাবো শত বাঁধা পাড়ি দেবো
ভাসিয়ে দিয়েছি নিজেকে,
কি বাঁধা ছিল আমাদেরই মাঝে
তোমার ডাক ফিরে এসেছে।

গাও আমার সুরে গাও
থেমো না একি তালে গাও,
গাও আমার সুরে গাও
একি তালে গাও।

দিগন্তের সীমারেখায়
আকাশ মাটি মিশে যেথায়, তবু কেন মিলে না
আকাশের তারাগুলো, লাগে পাশাপাশি না,
তবু ব্যবধান ছড়িয়ে যায়।

তবু কেন দুরাশা মিথ্যে স্বপ্নরা
দুজনকে কেনো পোড়ায়,
যদি হবে ভালবাসা শুধু ভ্রম আর মায়া
কেন জীবণ সমাধি হয়ে যায়।

তোমায় খুঁজে যাব শত বাঁধা পাড়ি দেব
ভাসিয়ে দিয়েছি নিজেকে,
কি বাঁধা ছিল আমাদেরই মাঝে
তোমার ডাক ফিরে এসেছে।

গাও আমার সুরে গাও
থেমো না একই তালে গাও,
গাও আমার সুরে গাও
একি তালে গাও।

 

তোমায় খুঁজে যাবো লিরিক্স

Ke amari ghum bhangiye dilo ke
Dureri awaj shonalo ke
Keu jeno deke jaay amake nirobe
Kaan pete shune jai tobu paina taake
haralo se
Tomay khuje jabo shoto badha paari debo
Bhasiye diyechi nijeke
Ki badha chilo amaderi majhe
Tomar daak phire eseche
Gao amar sure gao
Themo na eki taale gao
Ke aalo andhariri chayamoy pothe
Hete chole giyeche ke
Se jeno phire chaay thomke dariye
Cheye thaki se ashay shunno digonter dike
Ashe na se
Diganter simarekhay
Akash maati mishe jethay tobu keno mile na
Akasher taragulo laage pashapashi na
Tobu byabodhan choriye jaay
Tobu keno durasha mitthey shopnora
Dujonke keno poray
Jodi hobe bhalobasha shudhu bhrom aar maya
Keno jibon somadhi hoye jaay

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *