Tomar Chokher Anginay | Shafiq Tuhin | তোমারও চোখের আঙ্গিনায় | স্টেলার

তোমারও চোখের আঙ্গিনায়
ব্যান্ড ঃ স্টেলার
Song: Tomar Chokher Anginay Singer: Shafiq Tuhin Lyric: Shafiq Tuhin Tune: Ayub Bachchu Composition: Bappa Mazumder Directed by: Elan Label: Eagle Music
তোমারও চোখের আঙ্গিনায়,
এখনও কি তেমনি করে জোছনা ছড়ায় আলো
এখনও কি তারার পানে ,চেয়ে থাক আনমনে
তুমি কি আমায় আগের মত বাসো ভালো?
এখনও কি আকাশে মেঘ দেখে,
জানালা খুলে তেমনি থাক বসে
এখনও কি প্রথম প্রেমের মতো,
পরশ বুলায় বৃষ্টি ধারা এসে।
তোমার দীঘল চুলে এখনও কি ছবি আঁকে মেঘের জত কালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভাল।
এখনও কি পুরনো চিঠি পড়ে,
নয়ন ভেজাও নিরব অভিমানে
এখনও কি বিকেলের রোদ এসে
গল্প বলে তোমার কানে কানে।
সন্ধ্যা নেমে এলে এখনও কি তেমনি করে সাঁঝের প্রদীপ জ্বালো,
তুমি কি আমায় আগের মত বাসো ভালো।
Tomar Chokher Anginay  Shafiq Tuhin  তোমারও চোখের আঙ্গিনায়  স্টেলার

Check Also

Ghumonto Shohore – ঘুমন্ত শহরে | Ayub Bachchu | LRB | আইয়ুব বাচ্চু

ঘুমন্ত শহরে আইয়ুব বাচ্চু Song: Ghumonto Shohore | ঘুমন্ত শহরে Artist: LRB Lyricist: Angel Shafiq …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *