তোমার আমার প্রেম আমি আজো বুঝিনি | Tomar Amar Prem Ami Aajo Bujhini

তোমার আমার প্রেম আমি আজো বুঝিনি
Tomar Amar Prem Ami Aajo Bujhini
ছায়াছবি: জানেমন
কথা: প্রিয় চট্টোপাধ্যায়
সঙ্গীত: জিৎ গাঙ্গুলী
শিল্পী: জুবিন গার্গ

 

তোমার আমার প্রেম আমি আজো বুঝিনি


তোমার আমার প্রেম আমি আজো বুঝিনি,
ওই চোখের চাওয়াতে প্রেম আজো দেখিনি।
দূরে তবু দূরে সরে থাকতে পারিনি,
কাছে এসে কেন কাছে আসতে পারিনি,
আমি আজো বুঝিনি,আমি আজো বুঝিনি
তোমার আমার প্রেম আমি আজো বুঝিনি,
ওই চোখের চাওয়াতে প্রেম আজো দেখিনি।
সুরে সুরে গানে কবিতায়,
তোমাকেই খোঁজে মন
তবু হায়,তুমি দাওনা ধরা।
ও বারে বারে কথা থেমে যাই,
আরো একা এ জীবন মনে হয়,
থাকি দিশেহারা।
মনের অনুরাগে বাজে এ কোন্ রাগিণী,
কাছে এসে কেনো কাছে আসতে পারিনি,
আমি আজো বুঝিনি,আমি আজো বুঝিনি।
তোমার আমার প্রেম আমি আজো বুঝিনি,
ওই চোখের চাওয়াতে প্রেম আজো দেখিনি।
ও ও ও ও ও ও ও ও
এলোমেলো ঝড় এই বুকে
কিছুতেই থামেনা,কমেনা তবু ভালোবাসা।
ও মেঘে মেঘে ঢাকা দু’চোখে
আশা রোদ ওঠেনা,
কাটেনা,ধোঁয়া ধোঁয়া কুয়াশা।
বুকের ব্যথা দাগে লেখো এ কোন্ কাহিনী,
কাছে এসে কেন কাছে আসতে পারিনি,
আমি আজো বুঝিনি,আমি আজো বুঝিনি,
তোমার আমার প্রেম আমি আজো বুঝিনি,
ওই চোখের চাওয়াতে প্রেম আজো দেখিনি।

Check Also

Partner Nai Lyrics | পার্টনার নাই Lyrics

Partner Nai Lyrics | পার্টনার নাই Lyrics Vocals: Pappu Paul & Tanay Dutta Lyrics (Parody): …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *