Tomar Amar Karo Mukhe Katha Nei Lyrics
তোমার আমার কারো মুখে কথা নেই(1956)
কথা: গৌরিপ্রসন্ন মজুমদার
সুর: সতীনাথ মুখোপাধ্যায়
কণ্ঠ: হেমন্ত মুখোপাধ্যায়
Tomar Amar Karo Mukhe Katha Nei Lyrics
তোমার আমার কারো মুখে কথা নেই
বাতাসেও নাই সাড়া
জেগে জেগে যেন কথা বলে ওই
দূর আকাশের তারা
তোমার আমার কারো মুখে কথা নেই।
দু’জনেই কাছে তবু যেন কতদূর
মুকুলের কানে মৌমাছি আনে সুর
[তোমার আঁখির পল্লবে মোর]-২
আঁখি যে নিমেষে হারা
জেগে জেগে যেন কথা বলে ওই
দূর আকাশের তারা
তোমার আমার কারো মুখে কথা নেই।
তোমার আমার মতনই যেন গো
এ রাতের ভাষা নাই
কথাহারা এই স্বপ্নের মাঝে
নিজেরে হারাতে চাই
জানিনা তো কেন দিলে তুমি মোরে ফুল
এ রাতের শেষে মনে হবে ‘এ তো ভুল’
[হাসি দিয়ে যার শুরু হয় সে তো]-২
আঁখিজলে হয় সারা
জেগে জেগে যেন কথা বলে ওই
দূর আকাশের তারা
তোমার আমার কারো মুখে কথা নেই।