Shunchi Tumi Bahloi Acho Lyrics
শুনছি তুমি ভালই আছ
Shunchi Tumi Bahloi Acho Lyrics
শুনছি তুমি ভালই আছ।
ভুলে গেছ আমায়, ভুলতে শিখেছ।
বল তুমি ছাড়া আর কে আছে আমায় সব খানে।
যত দূরে থাক এত কেন কাছে, আছ অনূভবে আছ তুমি।
যত দূরে থাক, এত কাছে কেন শেষ
স্পর্শে তোমায় আজ আছে।
শুনছি আমি তুমি ভালই আছ, ভুলে গেছ আমায় ভুলতে শিখেছ।
শুনছি আমি জীবন না কি থেমে থাকে না, তবু
কেন আমি তোমায় ভুলতে পারি না।
বল তুমি ছাড়া আর কে আছে আমায় সবখানে।
ফেলে আছে সব সুখের স্মৃতি টা কেন আজ কাঁদালে?
যত দূরে থাক এত কেন কাছে, আছ অনূবভবে আছ তুমি।
যত দূরে থাক এত কেন কাছে, শেষ
স্পর্শে তোমায় আজও আছে।
বল আমায় ছাড়া সত্যি তুমি হাঁসতে যদি পার
তবে দূরে থাক অনেক দূরে হয়ে অন্য কারও।
যত দূরে থাক এত কেন কাছে।