Shohor Adhar Lyrics
শহর আধাঁর লিরিক্স
BohuBochon Band
Song : Shohor Adhar
Band : Bohu Bochon
Vocal, Lyric and Tune : Iqfat Zishan
Guitars : Nafius Salam Yani &
Rakibul Islam Sajal
Acoustic: Iqfat Zishan
Bass and Synth : Mashikur Rahman
Drums : Zessad Mahmood
Artwork : Iqfat Zishan
Animation : Ahad Antor
Recording label : STUDIO MRB (Mashikur Rahman)
মন কেমন করে আজ এ মন
কেন করে যে এমন ?
তোমার কথাই ঘুরে ফিরে।
রাত আঁধার রাত যখন
ঘুমের ঘোরে তখন,
তোমাতে মন হারায়।
তারাদের সাথে রাত্রি ঝরে
ভালোই আছি এই শহরে,
ভাবতে নেই এসব কথা
এই ভেবে সব যন্ত্রণা।
হাতে হাত কত হাসি
কত যে গান,
হঠাৎ ঝড়ের আমন্ত্রণ
অশ্রু জলে ভেসে যায়।
সুপ্রভাত ভালোবাসার বুকে ছুরিকাঘাত,
আজ পথের ধারে স্বপ্ন লাশ
আকড়ানো হাত ছুটে যায়।
রাতগুলো শুধুই একা,
ফটো ফ্রেমে তোমার দেখা,
সাগর তীরে দাঁড়িয়ে ভাবায়
শেষ বিকেলের রক্তিম আভায়।
তারাদের সাথে রাত্রি ঝরে
ভালোই আছি এই শহরে,
ভাবতে নেই এসব কথা
এই ভেবে সব যন্ত্রণা।
Shohor Adhar Lyrics In English
Mon kemon kore aaj e mon
Keno kore je emon
Tomar kothai ghure phire
Raat andhar raat jokhon
Ghumer ghore tokhon
Tomate mon haray
Tarader sathe raatri jhore
Bhaloi achi ei shohore
Vabte nei esob kotha
Ei vebe sob jontrona
Haate haat koto haasi koto je gaan
Hotath jhorer amontron
Ashru jole bhese jaay
Suprabhat bhalobashar buke churikaghat
Aaj pother dhare shopno lash
Akrano haat chute jaay
Raatgulo shudhui eka
Photo frame e tomar dekha
Sagor teere dariye bhabay
Shesh bikeler raktim aabhay