শিবশম্ভু ত্রিপুরারি Lyrics | Shib Shambhu Tripurari Lyrics

শিবশম্ভু ত্রিপুরারি Lyrics

Shib Shambhu Tripurari Lyrics

শিবশম্ভু ত্রিপুরারি
Shib Shambhu Tripurari
ছায়াছবি: বাবা তারকনাথ (১৯৭৭)
কথা : গৌরীপ্রসন্ন মজুমদার
সুর : নীতা সেন
কণ্ঠ: মান্না দে

 

শিবশম্ভু ত্রিপুরারি Lyrics


[শিবশম্ভু ত্রিপুরারি
তারকেশ্বর জটাধারী জয় হরে]-২
শিবশম্ভু ত্রিপুরারি।
[অম্বর গম্ভীর ডমরু বাজে
বব বম বম বম ধ্বনি মাঝে মাঝে]-৩
কেদারনাথ জয় তারই
শিবশম্ভু ত্রিপুরারি
তারকেশ্বর জটাধারী জয় হরে
শিবশম্ভু ত্রিপুরারি।
[তুমি সত্য তুমি শিব
তুমি সুন্দর তুমি জ্যোতি
তুমি দাতা তুমি ত্রাতা
জগৎপতি তুমি গতি]-২
[উজ্জ্বল দীপ্তি প্রশস্ত ভালে
মত্ত নটরাজ নৃত্যের তালে]-২
জয় শঙ্কর মনোহারী
শিবশম্ভু ত্রিপুরারি
তারকেশ্বর জটাধারী জয় হরে।
[শিবশম্ভু ত্রিপুরারি]-৩

Shib Shambhu Tripurari Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *